যশোরে জমি কিনবে ইফাদ অটোজ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা সম্প্রসারণে যশোরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্যমতে, যশোর সদরের ঘুনি মৌজায় ১৯৯ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমি রেজিস্ট্রেশন, ভূমি ভবন উন্নয়ন আনুষঙ্গিক খরচসহ খাতে কোম্পানিটির ব্যয় ধরা হয়েছে কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। জমিটি কোম্পানিটির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইফাদ অটোজের শেয়ারপ্রতি আয় হয়েছে ৪১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ২২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইফাদ অটোজের পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ৯১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪০ টাকা ৮১ পয়সা।

ডিএসইতে গতকাল ইফাদ অটোজ শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন