নাটোর ও গাজীপুরে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে নিহত ২

বণিক বার্তা প্রতিনিধি, নাটোর ও গাজীপুর

নাটোরের কাদিরাবাদ আর্মি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেকে ভর্তি করে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে হেমায়েত উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হেমায়েত উদ্দিন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক ছিলেন। গতকাল দুপুরে গোপালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, গতকাল দুপুরে কাদিরাবাদ আর্মি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছেলেকে ভর্তি করে খুলনার উদ্দেশে আজিমনগর স্টেশনে রেল লাইন পার হচ্ছিলেন হেমায়েত উদ্দিন। সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায় বলে জানা গেছে।

এদিকে নাটোর- আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশির দশকের ছাত্রনেতা ছিলেন হেমায়েত উদ্দিন। তিনি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক পদে চাকরি করেছেন।

এদিকে গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনের উত্তর পাশে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই বৃদ্ধ রেল সড়ক দিয়ে হেঁটে কাওরাইদ রেলওয়ে সেতুর দিকে যাচ্ছিলেন। সময় ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। কাওরাইদ রেলওয়ে স্টেশনমাস্টার আলআমিন জানান, রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন