২০২২ সাল

স্মার্টফোন বাজারের ২১.৯% শেয়ার পেতে চায় স্যামসাং

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরে বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২১ দশমিক শতাংশ শেয়ার নিজেদের করে নিতে চায় স্যামসাং। প্রধান একটি সাপ্লায়ারের সঙ্গে শেয়ারকৃত দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির স্মার্টফোন বিক্রি পরিকল্পনা থেকে তথ্য নিশ্চিত হয়েছে। খবর দি ইলেক।

স্যামসাং তাদের পরিকল্পনায় জানায়, ২০২২ সালে ১৫২ কোটি স্মার্টফোন বিক্রি করতে যাচ্ছে তারা। স্মার্টফোন বিক্রিতে বছরওয়ারি প্রবৃদ্ধি হতে পারে দশমিক শতাংশ। প্রলম্বিত মহামারীর কারণে ভোক্তারা স্মার্টফোনে ব্যয় বাড়াবে প্রত্যাশার ওপর ভর করে স্যামসাংও ব্যয় বৃদ্ধির পরিকল্পনা করছে। ২০২১ সালের চেয়ে স্যামসাংয়ের বাজার শেয়ার দশমিক শতাংশীয় পয়েন্ট বেড়ে ২১ দশমিক শতাংশ দাঁড়াতে পারে বলে আশা করছে কোম্পানিটি।

হুয়াওয়ের শূন্যস্থান পূরণে আগামী বছরে আগ্রাসী মার্কেটিংয়েরও পরিকল্পনা করছে স্যামসাং। স্থানীয় কোম্পানিগুলো হুয়াওয়ের শূন্যস্থান পূরণে বেশ অগ্রণী হলেও স্যামসাং কার্যত ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে হুয়াওয়ের প্রতি যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে তখন চীনা স্মার্টফোন কোম্পানিগুলোর সম্মিলিত বাজার শেয়ার ছিল ৪৩ দশমিক

শতাংশ। ২০২০ সালে তা ৪৭ শতাংশে দাঁড়ায়। চীনের বাজারে হুয়াওয়ের শূন্যস্থান বেশ ভালোভাবেই পূরণ করেছে স্থানীয় কোম্পানিগুলো। এমনকি যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপলও ভালো অবস্থান করেছে। অক্টোবরে ভিভোকে হটিয়ে চীনের বাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হিসেবে দাঁড়িয়েছে অ্যাপল।

২০২১ সালে চীনা কোম্পানিগুলোর বাজার শেয়ার দাঁড়াতে পারে ৪৫ দশমিক শতাংশ। স্যামসাংয়ের নিজস্ব পূর্বাভাস, ২০২১ সালে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের বাজার শেয়ার দাঁড়াতে পারে ১৭ দশমিক শতাংশ। যেখানে ২০১৯ ২০২০ সালে তার বাজার শেয়ার ছিল যথাক্রমে ১৪ শতাংশ ১৫ দশমিক শতাংশ। নিজস্ব প্রাক্কলনে ২০১৯, ২০২০ ২০২১ সালে স্যামসাংয়ের বাজার শেয়ার যথাক্রমে ২০ দশমিক , ১৯ দশমিক ১৯ শতাংশ।

স্যামসাং মনে করে চীনা স্মার্টফোন কোম্পানিগুলো তাদের বাজার শেয়ার আরো বাড়াবে। সেজন্য নিজেদের বাজার শেয়ার বৃদ্ধিতে আগ্রাসী বিপণন কৌশল হাতে নেয়ার পরিকল্পনা করছে স্যামসাং। যদি স্যামসাং তাদের বাজার শেয়ার দশমিক শতাংশীয় পয়েন্ট বাড়াতে পারে তাহলে অ্যাপলের বাজার শেয়ার কমে ১৬ দশমিক শতাংশে দাঁড়াবে এবং চীনা কোম্পানিগুলোর সম্মিলিত বাজার শেয়ার দাঁড়াবে ৪৫ শতাংশ।

আগামী বছরের শুরু থেকেই বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। নতুন বছরের জানুয়ারি উন্মোচন হতে যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন সিইএস ২০২২।

ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস২২ সিরিজ বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। সিরিজের কোটি ৩০ লাখ ফোন বিক্রির পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের।

মার্চে গ্যালাক্সি এ৩৩ এ৫৩ উন্মোচন করবে স্যামসাং, এপ্রিলে গ্যালাক্সি এ২৩ এবং মে মাসে গ্যালাক্সি এ৭৩ উন্মোচন করবে তারা। আগামী বছরব্যাপী ২৬ কোটি ৭০ লাখ ইউনিট গ্যালাক্সি এ২০ এ৩০ সিরিজের ফোন বিক্রির পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। একই সময়ে কোটি ২০ লাখ ইউনিট গ্যালাক্সি এ৫০ এ৭০ সিরিজের ফোন বিক্রি করবে তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন