রাজধানীতে মাসব্যাপী প্রযুক্তি পণ্যে বিজয় উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাসব্যাপী প্রযুক্তি পণ্যে বিজয় উৎসব-২০২১ শুরু হয়েছে। গতকাল রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ভার্চুয়ালি  অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এর আয়োজন করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎসবটি চলবে।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন কম্পিউটার পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছেন আমাদের কম্পিউটার ব্যবসায়ীরা। আমি ধন্যবাদ জানাই কম্পিউটার সিটি সেন্টারকে; যারা দেশব্যাপী কম্পিউটার পণ্য সেবা পৌঁছে দিচ্ছে। আমি তাদের আরো একবার ধন্যবাদ জানাই। করোনার অবস্থায়ও ব্যবসায়ীরা যে সেবা দিয়ে গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের কম্পিউটার উৎসব দেশব্যাপী ছড়িয়ে যাক সফল হোক।

মন্ত্রী বলেন, আমরা ১২ ডিসেম্বর ফাইভজিতে প্রবেশ করব। স্যামসাং, নকিয়াসহ অনেকেই বাংলাদেশে কাজ শুরু করেছে। আমরা এখন বাংলাদেশ থেকে কম্পিউটারসহ অনেক প্রযুক্তি পণ্য রফতানি করছি। উন্নত দেশ হতে আমাদের ৪১ সাল লাগবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার (বাংলাদেশ লিবারেশন ফোর্স) সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসীন মন্টু। বক্তব্যে তিনি সাইবার নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন এবং জনকল্যাণে তথ্যপ্রযুক্তি ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি জাতির জন্য তখনই সুফল বয়ে আনবে, যখন মানবকল্যাণে এর ব্যবহার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের আহ্বায়ক কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, গ্লোবাল ব্র্যান্ড (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন (কামাল) প্রমুখ।

এবারের উৎসব আয়োজনে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আসুস, অ্যাসার, বেনকিউ, করসেয়ার, ফ্যানটেক, গ্যামডিয়াস, গিগাবাইট, হিকভিশন, ক্যাসপারস্কি, কিংসম্যান, এলজি, লেনোভো, এমএসআই, মিশন, নেটিস, নেক্সটজেন, র্যাপো, রায়ানস, সিডনিসান, টেনডা, থার্মালটেক, টগি, টিপি-লিংক, ট্রানসেন্ড, ইউএনভি ইউনিআরস, ভিউসনিক, ওয়াল্টন কম্পিউটার, ওয়াল্টন ল্যাপটপ টিপসই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন