বৈশ্বিক ফাইভজি সংযোগের ৪০% প্রতিনিধিত্ব থাকবে চীনের

বণিক বার্তা ডেস্ক

২০২৫ সালের মধ্যে চীনের ফাইভজি সংযোগ ৮৬ কোটি ৫০ লাখ ছাড়াবে, যা বিশ্বের মোট ফাইভজি সংযোগের ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করবে। ডাটা সরবরাহকারী প্রতিষ্ঠান জিএসএমএ ইন্টেলিজেন্সের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর সিজিটিএন।

জিএসএমএ ইন্টেলিজেন্সের প্রাক্কলনে বলা হয়, ২০২৫ সালের মধ্যে চীনের ৫০ শতাংশের বেশি মানুষ ফাইভজি সংযোগের আওতায় আসবে। চলতি বছরের তৃতীয় প্রান্তিক নাগাদ বৈশ্বিক ফাইভজি নেটওয়ার্কের সংখ্যা ১৭৬- দাঁড়িয়েছে। এছাড়া ফাইভজি সংযোগ প্রায় ৫৫ কোটি ছাড়িয়েছে।

জিএসএমএ ইন্টেলিজেন্সের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের অন্যান্য প্রান্তের চেয়ে চীনের গ্রাহকরা ফাইভজি সংযোগে আপগ্রেড হতে অধিক আগ্রহী। ২০২০ সালে মূল ভূখণ্ড চীনে ১৬ কোটি ৩০ লাখ ফাইভজি স্মার্টফোন বিক্রি হয়েছে, যা বিশ্বের মোট ফাইভজি স্মার্টফোন বিক্রির অর্ধেকেরও বেশি।

চীনের শিল্প তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার ফাইভজি বেজ স্টেশন স্থাপন করেছে চীন; যা বিশ্বের মোট বেজ স্টেশনের ৭০ শতাংশের বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন