ন্যাশনাল ব্যাংকের এমডি হচ্ছেন মেহমুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেতে যাচ্ছেন মো. মেহমুদ হোসেন। আপাতত তাকে এক বছরের জন্য পদে নিয়োগ দেয়া হতে পারে। দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। মেহমুদ হোসেন এর আগে ব্যাংক এশিয়া এনআরবি ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করেন।

আগের দিন শুরু হওয়া ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা বিরতি দিয়ে গতকাল শেষ হয়। সভায় মেহমুদ হোসেনকে এমডি পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়। ন্যাশনাল ব্যাংক পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি নিয়োগের সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংককে এখনো জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরই ব্যাংকটির এমডি পদে মেহমুদ হোসেনের নিয়োগ চূড়ান্ত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সিরাজুল ইসলাম প্রসঙ্গে বলেন, ন্যাশনাল ব্যাংকের পর্ষদে হয়তো বিষয়ে (এমডি নিয়োগ) সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। যেকোনো ব্যাংকের এমডি পদে নিয়োগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক চূড়ান্ত করে। ন্যাশনাল ব্যাংক প্রস্তাব পাঠালে সেটি বিবেচনা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ৩৭ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকে দায়িত্ব পালন করেন। তিনি প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদেও দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হঠাৎ করেই ন্যাশনাল ব্যাংকের এমডি শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেন। সকালে ব্যাংকে গিয়ে পদত্যাগপত্র দিয়ে তিনি বাসায় ফিরে যান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন। ওইদিনই ব্যাংকটির একমাত্র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ রইস উদ্দিনকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন