আজ জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ঢাকার ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে সংযুক্ত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতার ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টির ইতিহাস বিষয়ে আরো বেশি জানতে উৎসাহিত অণুপ্রাণিত হবে। 

এদিকে ধানমন্ডির ২৭ নম্বর (পুরনো) রোডে এক বিঘা জমির ওপর ১৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে ১২তলাবিশিষ্ট জয়িতা টাওয়ার। ভবনে আরো থাকছে শিশু দিবাযত্ন কেন্দ্র, নারীদের জন্য জিমনেশিয়াম, সুইমিং পুল মাল্টিপারপাস হল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন