বরিশালে ২০ বছরে করদাতা বেড়েছে আড়াই লক্ষাধিক

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

বরিশালে ২০ বছরে করদাতা বেড়েছে আড়াই লক্ষাধিক। আয়কর বেড়েছে অন্তত ২৭ গুণ বেশি। সরকারের নানা কৌশল আর করবিষয়ক সচেতনতায় এমনটা হয়েছে বলে দাবি কর বিভাগের। বরিশাল কর অঞ্চল সূত্র জানায়, বরিশাল বিভাগের চয় জেলা নিয়ে ২০০১ সালে বরিশাল কর অঞ্চল গঠন করা হয়। শুরুর সময় করদাতা ছিল মাত্র ২০ হাজার ৩১১ জন। ওই বছর ২৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কর আদায় হয়েছিল ২৭ কোটি টাকা। আর ২০২০-২১ করবর্ষে করদাতার সংখ্যা ১২ গুণ বেড়ে হয়েছে লাখ ৩৬ হাজার ৩৬৩ জন। কর আদায়ের পরিমাণ ২৭ গুণ বেড়ে হয়েছিল ৫৯২ কোটি ৬০ লাখ টাকা। আর গতকাল রিটার্ন জমা দেয়ার শেষ দিন পর্যন্ত ২০২১-২২ করবর্ষে করদাতার সংখ্যা দাঁড়িয়েছে লাখ ৬৩ হাজার ৩৯২ জন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন