চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে তুর্কি বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ

তুরস্ক বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন হুলিয়া জেডিকের নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দল গতকাল চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে চেম্বার সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, তুরস্ক বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পোলাট এরকুমেন্ট এবং ওজদেন হিদায়েত ওনুর, তুরস্কের অনারারি কনস্যুল জেনারেল সালাহ্উদ্দীন কাসেম খান বক্তব্য রাখেন। সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক একেএম আক্তার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, নাজমুল করিম চৌধুরী শারুন, সাজির আহমেদ, মো. ইফতেখার ফয়সাল, এসএম তাহসিন জোনায়েদ মোহাম্মদ আদনানুল ইসলাম, বিএসআরএমের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী, দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল সোলায়মান শেঠ, পেডরোলোর চেয়ারম্যান নাদের খান, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, প্রান্তিক গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের এমডি ক্যাপ্টেন সোহেল হোসেন, বিকেএমইএর পরিচালক গাজী মো. শহিদ উল্যাহ, রিহ্যাবের কো-চেয়ারম্যান- মাহবুব সোবহান জালাল তানভীর, জিপিএইচের মিডিয়া অ্যাডভাইজর চেম্বারের সাবেক সচিব ওসমান গণি চৌধুরী, বাণিজ্য প্রতিনিধি দলের অন্যান্য সদস্য এবং বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন