একদিনেই ৯২ পয়েন্ট হারিয়েছে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক

টানা দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গতকাল একদিনেই ৯২ পয়েন্ট হারিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। তবে সূচক কমলেও ডিএসইতে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচক কমলেও দৈনিক লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিট পর্যন্ত সূচকের ধারা অব্যাহত ছিল। এর পরেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। মাঝে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও দিনশেষে বড় পতনের মধ্য দিয়েই গতকালের লেনদেন শেষ হয়। গতকাল ডিএসইএক্স ৯২ পয়েন্ট কমে হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৭৯৫। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ২৫ পয়েন্ট কমে হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৩০ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫১ পয়েন্ট কমে গতকাল হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৫৬৭ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় হাজার ১৪৭ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০৮ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৬টির আর অপরিবর্তিত ছিল ৪০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩৩ দশমিক ৫২ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৩০ শতাংশ দখলে নিয়েছে ওষুধ রসায়ন খাত। দশমিক ৮৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। 

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৫৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৯৫০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৫০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল প্রায় ৩৭ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন