উৎপাদন সক্ষমতা বাড়াবে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক

উৎপাদন সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য মূলধনি যন্ত্রপাতি, অবকাঠামো নির্মাণ অন্যান্য সহায়ক খাতে বিনিয়োগ করবে প্যারামাউন্ট টেক্সটাইল। এজন্য প্রায় কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার বিনিয়োগ করবে তারা। ফলে কোম্পানিটি প্রতি মাসে ৭০ লাখ ডলার আয় করতে পারবে। বৈদেশিক মুদ্রায় মেয়াদি ঋণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করবে কোম্পানিটি।

এর আগে গত মাসে কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানায় প্যারামাউন্ট টেক্সটাইল। বর্তমান নাম পরিবর্তন করে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। পাশাপাশি অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটির বর্তমান অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ সব ধরনের শেয়ারহোল্ডারের জন্য শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ২৪ পয়সা। 

ডিএসইতে গতকাল শেয়ারটির সর্বশেষ সমাপনী দর ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪০ টাকা ১০ পয়সা ১০৩ টাকা ৪০ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন