প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০১তম কমিশন সভায় গতকাল এটি অনুমোদন দেয়া হয়।

সভা শেষে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসিকিউরড, কনটিনজেন্ট-কনভার্টিবল, পুরোপুরি পরিশোধিত, নন-কিউমুলেটিভ ব্যাসেল-থ্রি কমপ্লায়েন্ট প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য হাজার টাকা। বন্ডটির কুপন হার থেকে ১০ শতাংশ।

এছাড়া গতকালের কমিশন সভায় বে-মেয়াদি একুশ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করা এবং সে মোতাবেক উদ্যোক্তার অংশ ধারণ করার শর্ত সাপেক্ষে ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করে কমিশন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন