মার্কিন দোকানগুলোয় ব্ল্যাক ফ্রাইডের বিক্রি কমেছে

বণিক বার্তা ডেস্ক

ব্ল্যাক ফ্রাইডের সময়টা দীর্ঘদিন ধরেই খুব ব্যস্তভাবে কাটে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর। এটি প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবেও বিবেচিত হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। যদিও কেমন বিকিকিনি হলো তা জানতে আগামী বছর শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবু যেটুকু বোঝা যাচ্ছে, সেটুকুও বেশ ইতিবাচক।

যদিও বর্তমান সময়ের ব্যবসার পরিমাণের সঙ্গে মহামারীপূর্ব সময়কে কোনোভাবেই মেলানো যাবে না। কারণ আগের মতো প্রচার হয়নি এবার, ক্রেতাদের ভিড়ও তেমন ছিল না। নভেল করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে যাওয়ার কারণে চাহিদা যদিও বেড়েছে, সরাসরি দোকানে গিয়ে ক্রেতাদের কেনাকাটার পরিমাণও বেড়েছে। কিন্তু তার পরও পরিসংখ্যান বলছে, পরিমাণ মহামারীর আগের সময়ের মতো হয়নি।

সেন্সরম্যাটিকের এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছর স্টোর শপিং সেন্টারগুলোয় মানুষের আনাগোনা বেড়েছে ৪৮ শতাংশ। তবে ২০১৯ সালের তুলনায় পরিমাণ আবার ২৮ শতাংশ কম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন