সবুজ কর্মসংস্থান তৈরিতে আরো প্রচেষ্টা প্রয়োজন যুক্তরাজ্যের

বণিক বার্তা ডেস্ক

২০৩০ সালের মধ্যে ২০ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের পরিকল্পনা বাস্তবায়নের সদিচ্ছা থাকলে খাতে প্রচেষ্টা আরো জোরদার করা প্রয়োজন বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপার্স (পিডব্লিউসি) জানায়, চলতি বছরের জুলাই নাগাদ প্রচারিত বিজ্ঞাপনগুলোর মধ্যে সবুজ অর্থনীতি সম্পর্কিত কর্মসংস্থানের হার ছিল মাত্র দশমিক শতাংশ। সময়ে দেশটিতে নতুন সৃষ্ট সবুজ কর্মসংস্থানের সংখ্যা দাঁড়ায় লাখ ২৪ হাজার ৬০০। খবর বিবিসি।

দেশটিতে সবুজ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা ব্রিটিশ সরকারের সবুজ শিল্প বিপ্লব পরিকল্পনার অংশ। ২০২০ সালের নভেম্বরে প্রায় আড়াই লাখ সবুজ কর্মসংস্থান তৈরি লক্ষ্যে ৪০০ কোটি পাউন্ড ব্যয়ের ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঘোষণা দেয়া হয়। সম্প্রতি গ্লাসগোয় আয়োজিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬ উপলক্ষে ইস্যুটি গুরুত্ব বিবেচনায় আরো সামনে চলে আসে।

সবুজ কর্মসংস্থানে কিছু নেতিবাচক দিকও দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রচলিত কর্মসংস্থান থেকে সবুজ কর্মসংস্থানে রূপান্তরে কিছু ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে, সেসবের ক্ষেত্রে প্রক্রিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

সেপ্টেম্বরে ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সতর্ক করে জানায়, যদি অন্যান্য দেশের মতো শূন্য কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রায় পৌঁছতে দেরি করা হয়, তবে যুক্তরাজ্যের লাখ ৬০ হাজার কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।

পিডব্লিউসির প্রতিবেদন অনুযায়ী শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করার ক্ষেত্রে এটা বিবেচনায় রাখতে হবে যে এতে আঞ্চলিক বৈষম্য যাতে অন্তর্ভুক্ত না হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী দেখা যায় ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ইয়র্কশায়ার এবং হাম্বার অঞ্চলে সবুজ অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে যুক্তরাজ্যের অন্যান্য অংশের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। অন্যদিকে স্কটল্যান্ড লন্ডন ক্ষেত্রে অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ এগিয়ে আছে।

পিডব্লিউসি সবুজ কর্মসংস্থান তৈরি মাত্রা অনুযায়ী অঞ্চলগুলো তালিকায় ক্রমান্বয় করেছে। এছাড়া সবুজ কর্মসংস্থানের সুবিধা, প্রচলিত কর্মসংস্থানের লোকসান, নিয়োগের ক্ষেত্রে কার্বন নিঃসরণের মাত্রা সবুজ কর্মপরিবেশ আমলে নিয়ে তালিকার ক্রমান্বয় সাজানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন