আফগানিস্তানের পাশে দাঁড়াতে সম্মত ইসিও জোটের দেশগুলো

বণিক বার্তা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে সহায়তা করতে ঐকমত্যে পৌঁছেছেন এশিয়ার বিভিন্ন দেশের নেতারা। সম্প্রতি তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত এক সম্মেলন থেকে তারা সিদ্ধান্ত নেন, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হবে। পাশাপাশি দেশটিকে যথাযথ উপায়ে সহায়তা করতেও সম্মত হন তারা। খবর এপি।

১০ দেশের অর্থনৈতিক সহযোগিতার জোট ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) সম্মেলন থেকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

জোটের সদস্য দেশগুলো হলো আজারবাইজান, ইরান, কাজাখস্তান, কিরগিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আফগানিস্তান।

সম্মেলনে অঞ্চল থেকে বিভিন্ন বাণিজ্যিক বাধা অপসারণ নতুন নতুন পরিবহন করিডোর সৃষ্টির আহ্বান জানানো হয়। এসব দেশের নেতারা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে দেশটির পরিস্থিতি স্থিতিশীল করতে যথাযথ পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।

নিজের বক্তব্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি আফগানিস্তানের অর্থনৈতিক আর্থিক পতনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের উচিত দেশটির পাশে দাঁড়ানো যাতে সম্ভাব্য বিপর্যয় এড়ানো যায়। আফগানিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করতে অঞ্চলের দেশগুলোর দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন