ওমিক্রন প্রতিরোধে প্রচলিত টিকাগুলোর উপযোগিতার প্রমাণ নেই

বণিক বার্তা অনলাইন

বর্তমান বাজারে থাকা কভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধী টিকার সঙ্গে ওমিক্রনের কোনো সাদৃশ্য নেই। ব্যাপক সংক্রমণযোগ্য ভাইরাসটির বিপক্ষে এসব টিকার কার্যকারিতা কেমন তা জানতেও দু সপ্তাহ সময় লাগবে। মার্কিন টিকা উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফাইনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে জানিয়েছে, মডার্নার প্রধান স্টিফেন ব্যানসেল বলেছেন, দ্রুত ছড়াতে সক্ষম করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয় বর্তমানের করোনাভাইরাস প্রতিরোধী টিকা। তবে কার্যকারিতার পরিমাণ কতটা তা জানা যাবে আরো দুসপ্তাহ পর। এছাড়া নতুন টিকার উদ্ভাবনের জন্যে সময় লাগবে এক মাস। 

এদিকে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্তের পর সংক্রমণ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। 

এর আগে গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, ওমিক্রন ছড়িয়ে পড়ার বৈশ্বিক ঝুঁকির মাত্রা সর্বোচ্চ।  এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বাইডেন করোনার নতুন ধরণকে সতর্কতা হিসাবে নিতে বলেছেন, আতঙ্ক হিসাবে নয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এখনই লকডাউন দেওয়ার কোনো প্রয়োজনবোধ করছেন না, যদি জন সাধারণ টিকাগ্রহণ করে থাকে এবং মাস্ক পরিধান করে। 

এদিকে স্কটল্যান্ডেও ছড়িয়েছে ওমিক্রন। আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটিতে ৪ জনের শরীরে নতুন ধরণের ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বৃটেনে মোট ১৪ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হলো বলে উল্লেখ করা হয়েছে স্কাই নিউজের খবরে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন