কনকের পুরস্কারজয়ী শর্টফিল্ম ‘লটারি’ ওটিটিতে

ফিচার প্রতিবেদক

লটারির শুটিংয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচালক

দুই বন্ধু মিলে লটারির একটি টিকিট কেনে। সে টিকিট দুজনের বন্ধুত্ব জীবনে নিয়ে আসে নতুন মোড়। গল্পের সেই সব বাঁক নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লটারি। দেশের ওটিটি প্লাটফর্ম চরকিতে গতকাল থেকে দেখা যাচ্ছে লটারি। গতকাল রাতে দেশী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শর্টফিল্মটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে লটারি দেখা যাচ্ছে একদম ফ্রি।

আল-আমিন হাসান নির্ঝরের গল্প চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কেএম কনক। এটি তার প্রথম নির্মিত চলচ্চিত্র।

এরই মধ্যে লটারি দেশ-বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। ৪৪তম কলকাতা আন্তর্জাতিক কাল্ট চলচ্চিত্র উৎসবে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতে নেয়। ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ইয়াং ট্যালেন্ট বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া গত বছর তারেক মাসুদ চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয় লটারি।

কেএম কনক লটারি নিয়ে বলেন, প্রথম শর্টফিল্ম হিসেবে কাজটা করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রথম নির্মাণেই রকম সাড়া পাব আশা করিনি। আগামী দিনগুলোয় চলচ্চিত্রের সঙ্গেই থাকতে চাই।

এতে অভিনয় করেছেন ইকবাল হোসাইন, রেদওয়ান চৌধুরী শান্ত, এনায়েত হোসাইন সামির, সামিয়া আক্তার বৃষ্টি, রায়হান ইশতিয়াক সনেট, পাবেল গোমেজ, সৌভিক, মিরাজ বুলেটসহ আরো অনেকে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন আব্দুল্লাহ আল ফাহিম, প্রডাকশন ডিজাইনার ছিলেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। লটারির মিউজিক করেছেন ইমন চৌধুরী, সাউন্ড ডিজাইনার ছিলেন রাজেশ সাহা কালার করেছেন মাহবুব টিপু।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন