নেদারল্যান্ডসে ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের পর এবার ইউরোপের দেশ নেদারল্যান্ডসেও শনাক্ত হলো নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আজ রোববার দেশটির ১৫ জনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছে ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফ্লাইটে করে ৬০০ এর অধিক যাত্রী প্রবেশ করেন আমস্টারডামে। পরীক্ষা শেষে এদের ৬১ জনের শরীরে কভিড-১৯ এর উপস্থিতি ধরা পড়ে। যার মধ্যে ১৩ জন ওমিক্রন ধরনে আক্রান্ত।

রটারডামে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে জানিয়েছে,এটি দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের শরীরে পাওয়া গেছে। সরকার এ বিষয়ে ভীষণ সতর্ক রয়েছে, ফলে নেদারল্যান্ডসের কোনো নাগরিকের শরীরে এটি সংক্রমিত হবে না বলেই প্রত্যাশা করা হচ্ছে।

এখন পর্যন্ত ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল, অস্ট্রেলিয়া ও হংকং-অমিক্রণ শনাক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন