করোনাভাইরাস

আরো ৩ মৃত্যু, শনাক্ত ২০৫

বণিক বার্তা অনলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরো তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২০৫ জন। সুস্থ হয়েছেন ২৯৯ জন রোগী। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে একজন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

নতুন তিনজন নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা মৃত্যু হলো ২৭ হাজার ৯৭৮ জনের। এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত একদিনে ১৯ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ। 

দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন