এবার অস্ট্রেলিয়ায় ওমিক্রন শনাক্ত

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল ও হংকংয়ের পর ষষ্ঠ দেশ হিসেবে অস্ট্রেলিয়াতেও ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে নভেল করোনাভাইরাসের নতুন এ ধরনে আক্রান্ত দুজন রোগী শনাক্ত হয়েছেন।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। খবরে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যায় আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে সিডনিতে আসা দুই যাত্রীর শরীরে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

যে দুই যাত্রীর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে তারা কভিড প্রতিরোধী টিকাপ্রাপ্ত ও কোয়ারেন্টিনে ছিলেন। তাদের শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ নেই। 

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানায়, আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে যারা এসেছেন তাদের মধ্যে ১২ জন দুই সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টিনে ছিলেন। উড়োজাহাজটির ২৬০ যাত্রী ও ক্রুকে সরাসরি আইসোলেশনে পাঠানো হয়েছে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন