২ কোটি ১০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি কোটি ১০ লাখ ডলারের দুটি বৈদেশিক ঋণ পেয়েছে। এর মধ্যে ফাইন্যান্সিং ফর হেলদিয়ার লাইভস ডিএসি ৫০ লাখ ডলার রেসপন্স অ্যাবিলিটি ইনভেস্টমেন্ট এজি পরিচালিত পাঁচটি ফান্ড থেকে কোটি ৬০ লাখ ডলার ঋণ দেয়া হয়েছে। লংকাবাংলা সূত্রে তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে গ্রহণ করা বৈদেশিক ঋণের অর্থ ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে রকম প্রকল্পের অর্থায়নে ব্যবহূত হবে। ফাইন্যান্সিং ফর হেলদিয়ার লাইভস ডিএসি আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত একটি স্পেশাল পারপাস ভেহিকল, যেটি ঋণ প্রদানের জন্য সোস্যাল বন্ড ইস্যু করে। অন্যদিকে রেসপন্স অ্যাবিলিটি ইনভেস্টমেন্ট এজি সুইজারল্যান্ডভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ম্যানেজার।

এর আগে বছরের মে মাসে লংকাবাংলা ফাইন্যান্স ব্লুঅরচার্ড মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে কোটি ৫০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পেয়েছিল। এছাড়া প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর থেকে কোটি ডলারের অর্থায়ন গ্রহণ করেছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন