
২০২০-২১ অর্থবছরে নন-ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ সম্মাননা অর্জন করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবির এমডি মো. আবুল হোসেন সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের কাছ থেকে সম্মাননাপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন আইসিবির ডিএমডি মো. কামাল হোসেন গাজী ও জিএম নাসমিন আনোয়ারসহ অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের শীর্ষ কর্মকর্তারা।