বিনিয়োগ আকর্ষণে জানুয়ারিতে কাতারে রোড শো করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বিদেশী বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে রোড শো বিনিয়োগ সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এরই ধারাবাহিকতায় সামনের বছরের জানুয়ারিতে কাতারের রাজধানী দোহায় রোড শো অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে তথ্য জানা গেছে।

কাতার রোড শোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের ২৫ ২৬ জানুয়ারি। মধ্যপ্রাচ্যের গ্যাস-সমৃদ্ধ দেশটির রাজধানী দোহায় দুই দিনব্যাপী রোড শো বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

দেশের পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররাও এতে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), কাতারে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনার, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন