রিজার্ভ সংরক্ষণে বিদেশ ভ্রমণ সীমাবদ্ধ করেছে আর্জেন্টিনা

বণিক বার্তা ডেস্ক

নিজেদের রিজার্ভ ডলার সংরক্ষণ করতে বিদেশ ভ্রমণ কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে আর্জেন্টাইন সরকার। উচ্চমাত্রার ঋণ পরিশোধের আগ পর্যন্ত ডলারের ক্ষুদ্র রিজার্ভ সংরক্ষণে পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। খবর এপি।

পরিকল্পনা অনুসারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বিদেশ ভ্রমণের জন্য এয়ারলাইনসগুলোর ফ্লাইট বুকিং অন্যান্য পর্যটন ব্যয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহার নিষিদ্ধ করেছে। আর্জেন্টাইনরা এসব মূল্য পেসোতে পরিশোধ করলেও স্থানীয় এজেন্সিগুলো জাতীয় মুদ্রাকে ডলারে রূপান্তর করে পরিষেবা মূল্য পরিশোধ করে থাকে।

২০১৮ সালে আইএমএফের ইস্যুকৃত হাজার ৫০০ কোটি ডলার ঋণ পরিশোধের শর্ত পুনর্মূল্যায়নের জন্য তিন বছর ধরে চেষ্টা করে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটি মনে করে অর্থনীতিকে স্থিতিশীল করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন মহামারীর কারণে আর্থিক সংকট ভয়াবহ আকার নিয়েছে।

সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে আর্জেন্টাইন পেসোর অবমূল্যায়ন যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন