জাপানে ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রাকৃতিক রাবারের বাজার

বণিক বার্তা ডেস্ক

জাপানে প্রাকৃতিক রাবারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। টানা চারদিনের মতো বেড়েছে পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্লেষকরা বলছেন, চিপ সংকটের কারণে গাড়ি নির্মাণে যে মন্দা ভাব দেখা দিয়েছিল, তা কাটতে শুরু করেছে। কারণে চাকার টায়ার তৈরির প্রধান কাঁচামাল প্রাকৃতিক রাবারের চাহিদা বেড়েছে। অন্যদিকে জাপানের মুদ্রার বিনিময়মূল্য কমে যাওয়ায় প্রাকৃতিক রাবার কেনায় আগ্রহ বেড়েছে ক্রেতাদের মাঝে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে পণ্যটির দাম বেড়েছে।

সর্বশেষ কার্যদিবসে জাপানের ওসাকা এক্সচেঞ্জে মে মাসের চুক্তিতে প্রাকৃতিক রাবারের মূল্য দশমিক ইয়েন বা শতাংশ বেড়েছে। প্রতি কেজির দাম স্থির হয়েছে ডলার সেন্ট বা ২৫৬ দশমিক ইয়েনে। ওই অধিবেশনের শুরুতে পণ্যটির দাম ২৫৭ দশমিক ইয়েনে উন্নীত হয়, যা ২৮ মের পর সর্বোচ্চ।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রতি টন রাবারের দাম ২০০ ইউয়ান বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন