সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

বণিক বার্তা প্রতিনিধি, ময়মনসিংহ

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় মোট সাতটি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ২০২০-২১-এর আহ্বায়ক পশুপালন অনুষদের ডিন অধ্যাপক . কে ফজলুল হক ভূঁইয়া।

বছর সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ হাজার ৫০০ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে হাজার ১৮২, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হাজার ৩৬৪, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে দুই হাজার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হাজার ৩০০, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫০০, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার হাজার জন।

বাকৃবির শিক্ষাবিষয়ক শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান জানান, যেসব আবেদনকারী এসএসসি এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান গণিত চার বিষয়ে ১০৩০ নম্বর পেয়েছে, শুধু তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু: গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নিহত অবসরপ্রাপ্ত এক রেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনা ঘটে। নিহত নাজির আহমেদ (৬৫) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা ময়মনসিংহ রেলওয়ের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী।

গফরগাঁও রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের সময় ওই ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ময়মনসিংহ রেলওয়ে ডকের কর্মচারী ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। নিহতের ছোট ছেলে সোহেল মিয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন