সাপ্তাহিক লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য দেখা গেছে। এক্সচেঞ্জটিতে গত সপ্তাহের মোট লেনদেনের ৩৮ দশমিক শতাংশই ছিল খাতটির দখলে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির পাঁচটিও ছিল ব্যাংকের।

গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ কোম্পানি ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ১৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির কোটি ৯৩ লাখ ৯১ হাজার ২৬৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৫১৩ কোটি ৬৪ লাখ টাকার বেশি। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন কমেছে দশমিক ৬৯ শতাংশ।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার ২৮ কোটি লাখ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে মোট লেনদেনের দশমিক ৯৪ শতাংশই ছিল ব্যাংকটি দখলে। আগের সপ্তাহের তুলনায় ওই সময় ব্যাংকটির লেনদেন বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ব্যাংকটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ১৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৭০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০৪ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকা। সময়ের মোট লেনদেনের দশমিক ৮৩ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।

মোট লেনদেনের দশমিক ২৬ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ব্যাংকটির ১৮ কোটি ২৭ লাখ ১৫ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬৮ কোটি ৬৮ লাখ ১১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ব্যাংকটির লেনদেন বেড়েছে দশমিক ৪৪ শতাংশ। 

তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন বেড়েছে দশমিক ৬৭ শতাংশ। আর এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ৮২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৭৭ কোটি ৮০ লাখ ৯৪ হাজার টাকার কোটি ৯০ লাখ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির ১৭৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার কোটি ১৬ লাখ ৬৮ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহে ব্যাংকটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১৬ দশমিক ২৩ শতাংশ। আর এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ৮১ শতাংশই ছিল ব্যাংকটির দখলে।

গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো ফরচুন সুজ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড   প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংকের লেনদেন গত সপ্তাহে কমেছে দশমিক ১৩ শতাংশ। এক্সচেঞ্জটির মোট লেনদেনের দশমিক ৯৭ শতাংশ ছিল ব্যাংকটির দখলে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ব্যাংকটির কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ৪৭ লাখ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন