মামলা প্রত্যাহার করবে মাইক্রন ও ইউএমসি

বণিক বার্তা ডেস্ক

বুদ্ধিবৃত্তিক সম্পত্তির বিষয়ে দীর্ঘ সময় ধরে চলমান পারস্পরিক মামলা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রন টেকনোলজি তাইওয়ানের ইউনাইটেড মাইক্রোইলেকট্রনিকস (ইউএমসি) খবর রয়টার্স।

মামলা প্রত্যাহারের পাশাপাশি ইউএমসি মাইক্রনকে এককালীন অর্থ পরিশোধ করবে বলে এক যৌথ বিবৃতিতে জানা গেছে। তবে অর্থের পরিমাণের ব্যাপারে মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইউএমসির বিরুদ্ধে বাণিজ্য গোপনীয়তার অপব্যবহারের পাশাপাশি চীনভিত্তিক একটি ফার্মের কাছে তথ্য পাচারের অভিযোগ তোলে মাইক্রন। অন্যদিকে ইউএমসি চীনভিত্তিক মাইক্রনের দুুটি সহযোগী সংস্থার বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ করে।

প্রযুক্তি চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে প্রতিষ্ঠান দুটি তাদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত বছর মাইক্রনের ডিজাইন চুরি পাচারের বিষয়টি প্রকাশিত হলে যুক্তরাষ্ট্র ইউএমসিকে কোটি ডলার জরিমানা করে। প্রতিষ্ঠানটি চীন সরকার সমর্থিত ফার্ম ফুজিয়ান জিনহুয়ার কাছে এগুলো সরবরাহ করছিল। ফুজিয়ান অঞ্চলটিতে একটি মেমোরি চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে কাজ করছিল।

সে সময় ইউএমসিতে কর্মরত মাইক্রনের সাবেক তিন কর্মচারীর অনধিকার চর্চার বিষয়ে প্রশাসন অবগত ছিল না বলে জানায় প্রতিষ্ঠানটি। দোষী প্রমাণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অন্যান্য অভিযোগ খারিজ করে দেয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন