লাথাম-ইয়ংয়ের ব্যাটে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টম লাথাম ও উইল ইয়ংয়ের হাফসেঞ্চুরিতে ভারতকে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। আজ কানপুর টেস্টের দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১২৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে কিউইরা। প্রথম ইনিংসে ভারতের চেয়ে এখনো ২১৬ রান পিছিয়ে সফরকারীরা। ইয়ং ৭৫ ও লাথাম ৫০ রানে অপরাজিত আছেন।

এর আগে শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৫ রান সংগ্রহ করে ভারত। ভারতের ১৬তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়েন আয়ার। সাজঘরে ফেরার আগে স্কোর খাতায় লিখে যান ১০৫ রানের রেকর্ডগড়া ইনিংস।

আগের দিন ৪ উইকেটে ২৫৮ রান করেছিল ভারত। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে দিনের প্রথম ওভারেই রবিন্দ্র জাদেজা ফেরেন টিম সাউদির শিকার হয়ে। গতকাল ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিন এর সাথে আর রান যোগ করতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। ঋদ্ধিমান সাহা ফেরেন ১ রানে। এরপর আয়ারকে সঙ্গ দেন রবিচন্দ্রন অশ্বিন। দেখেশুনে খেলে ডানহাতি ব্যাটার তুলে নেন সেঞ্চুরি। শতকের পর বেশি এগাতে পারেননি আয়ারও। ১০৫ রানে তাকে থামিয়ে দেন সাউদি। নান্দনিক ইনিংসটি সাজান ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। অশ্বিনের ব্যাট থেকে আসে ৩৮ রান।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি পাঁচটি, কাইল জেমিসন তিনটি ও এজাজ প্যাটেল দুটি উইকেট নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন