করোনায় আরো ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত একদিনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা যায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ২৩৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন ৩১২ জন নতুন রোগী শনাক্ত এবং তিনজনের মৃত্যু হয়েছিল। দেশে পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জন। আর মারা গেছে ২৭ হাজার ৯৭০ জন করোনা রোগী। সর্বশেষ আরো ৩৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জনে। হিসেবে দেশে এখন সক্রিয় কভিড রোগীর সংখ্যা হাজার ৬৬২ জন।

শনাক্ত নতুন রোগীদের মধ্যে ১৭৫ জনই ঢাকা বিভাগের। সময় ৩৫ জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আর মৃত নয়জনের মধ্যে জনই ঢাকা বিভাগের বাসিন্দা। 

গতকাল সারা দেশে মোট ১৮ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পর্যন্ত পরীক্ষা হয়েছে কোটি লাখ হাজার ৮৬৯টি নমুনা। গতকাল মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ২৫ শতাংশ। মোট নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। আর মৃত্যুর হার দশমিক ৭৮ শতাংশ।

২০২০ সালের মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র ১০ দিনের ব্যবধানে প্রথম মৃত্যুর কথা জানায় সরকার। চলতি বছরের ৩১ আগস্ট দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করে। এর আগে ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হয়। আর গত ১৪ সেপ্টেম্বর মৃত্যুর সংখ্যা ২৭ হাজার অতিক্রম করে। এর মধ্যে ১০ আগস্ট দুইদিনই সর্বোচ্চ ২৬৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন