নারী বিশ্বকাপ বাছাই

থাইল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শারমিন আক্তার সুপ্তার সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারানোর পরের ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমা-রুমানা গতকাল থাইল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস মেথডে হেরে গেলেন ১৬ রানে।

হারারেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের মেয়েরা উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। ফারজানা হক ৮১ বলে ৫১ মুর্শিদা খাতুন ৮০ বলে ৪৬ রান করেন। এছাড়া লতা মণ্ডল ২৯ রুমানা ২৭ রান করেন। নাট্টায়া বুচাথাম ২৬ রানে উইকেট নিয়ে বাংলাদেশকে অল্প রানেই আটকে দেন। এরপর ১১৩ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন থাইল্যান্ডের ওপেনার সর্নারিন টিপোখ।

থাইরা রান তাড়া করতে নেমে ৩৯. ওভারে উইকেটে ১৩২ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু না হলে ডাকওয়ার্থ-লুইস মেথডে থাইল্যান্ডকে ১৬ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

হারের পরও বি গ্রুপের পয়েন্ট টেবিলে এখনো শীর্ষে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয় পাওয়া বাংলাদেশ পয়েন্ট নিয়ে শীর্ষে, নেট রানরেট .৮৪১। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা থাইল্যান্ডের নেট রানরেট -.২০১। টেবিলে এর পরই রয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান যুক্তরাষ্ট্র।

গতকাল স্নায়ুক্ষয়ী ম্যাচে নেদারল্যান্ডসকে ২৯ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ২০০ রানের টার্গেটে ৪৩তম ওভারে উইকেটে ১৫৮ রান তুলে নিয়ে জয়ের পথেই ছিল ডাচরা। এরপর মহাবিপর্যয়ে ১২ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচটি হেরে যায় ডাচরা। আরেক ম্যাচে ১৩১ রান তোলা যুক্তরাষ্ট্রকে এক উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন