ভোট দিতে অস্বীকৃতির জের

কুষ্টিয়ায় নারীর ভিজিডি কার্ড কেড়ে নিলেন চেয়ারম্যান প্রার্থী

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় নৌকায় ভোট দিতে না চাওয়ায় এক নারীর ভিজিডি কার্ড কেড়ে নিয়েছেন বর্তমান চেয়ারম্যান। তিনি চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনেও চেয়ারম্যান প্রার্থী। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে। ভুক্তভোগী নারীর স্বামী গতকাল লিখিত অভিযোগ করে বিষয়টি জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)

ভুক্তভোগী নারীর নাম খালেদা খাতুন। তিনি ওই ইউনিয়নের চরাইকোল গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

খালেদা জানান, তিনি অসুস্থ হওয়ায় সরকার প্রদত্ত একটি ভিজিডি কার্ড পেয়েছেন। বুধবার তিনি তার ভিজিডির কার্ড নিয়ে স্বামী আমজাদসহ পরিষদে চাল আনতে যান। সেখানে তার স্বামীর সঙ্গে চেয়ারম্যান নওশের আলীর বিবাদ বেঁধে যায়। এক পর্যায়ে চেয়ারম্যান চাল না দিয়ে কার্ডটি কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেন।

বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নওশের আলী বিশ্বাস বলেন, খালেদার স্বামী একটা বদমাশ, তাকে ভোট দেবে নাএটা জেনেই তিনি তার ভিজিডি কার্ড কেড়ে নিয়েছেন। ইউএনও তাকে কার্ডটি ফেরত দিতে বলেছেন। তিনি খালেদাকে পরিষদে আসতে বলেছেন। কিন্তু খালেদা আসেননি।

ইউএনও বিতান কুমার মণ্ডল বণিক বলেন, তিনি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন ঘটনার সুরাহা করতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন