মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জে ফসল রক্ষাবাঁধের কাজ দ্রুত শুরু করার আহ্বান

বণিক বার্তা প্রতিনিধি, সুনামগঞ্জ

সিলেট বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, হাওর-বাঁওড় রাজধানীখ্যাত সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। সার্বিকভাবে দেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার। সুনামগঞ্জের মানুষ হাওরের ধানের ওপর নির্ভরশীল। হাওরের ধান রক্ষায় প্রতি বছর সরকার কোটি টাকা খরচ করে ফসল রক্ষাবাঁধ নির্মাণ করছে। চলমান ফসল রক্ষাবাঁধের কাজ গুণগত মান ঠিক রেখেই দ্রুত শুরু এবং সময়মতো শেষ করতে হবে।

গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

বিভাগীয় কমিশনার বলেন, সুনামগঞ্জ থেকে উড়াল সড়কের মাধ্যমে নেত্রকোনার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ হলে হাওরাঞ্চলের চেহারা পাল্টে যাবে। এতে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এছাড়া হাওরের ব্যবসা-বাণিজ্যে পরিবর্তন আসবে। এলাকার পর্যটন শিল্প বিকশিত হবে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য শাহানা রাব্বানী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল হাসান, সাংবাদিক বিজন সেন রায় প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন