জাপান সরকারের পক্ষ থেকে ডিসিএইচটিকে চিকিৎসা সরঞ্জাম প্রদান

জাপান সরকারের পক্ষ থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে চিকিৎসা সরঞ্জাম দেয়া হয়েছে। গতকাল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ঢাকা জেলায় নবজাতক শিশুস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় সহায়তা করার জন্য চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রকল্প উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জাপান সরকারের গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) অনুদান সহায়তার অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি)

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে প্রকল্পটি ঢাকার নবজাতক শিশুস্বাস্থ্য সুরক্ষার উন্নতিতে ব্যাপক অবদান রাখবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট, সিআইএস এবং -প্যাডের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান, কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস) নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক ডা. ওমর শরীফ ইবনে হাসান।

এর আগে জানুয়ারিতে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ৬৮ হাজার ৬৩৩ মার্কিন ডলার অনুদান গ্রহণ করেছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকার সমান। ওই অনুদানের মাধ্যমে ডিসিএইচটি চাইল্ড ভেন্টিলেটর মেশিন, কালার ডপলার আল্ট্রাসাউন্ড মেশিন, কালার ডপলার আল্ট্রাসাউন্ড মেশিনের জন্য অনলাইন ইউপিএস, শ্বাসনালিতে অব্যাহত স্বাভাবিক বায়ুচাপ (সিপিএপি) বা পজিটিভ এয়ারওয়ে প্রেসার (সিপিএপি) মেশিন নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের (এনআইসিইউ) জন্য আইপিএস মেশিন ক্রয় করে। ফলে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত নবজাতক শিশু রোগীরা প্রকল্পের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা সহায়তা পাচ্ছে। নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে পরিষেবা প্রাপ্তির প্রয়োজন রয়েছে রকম আনুমানিক ৬০০ নবজাতককে ডিসিএইচটি বার্ষিকভাবে বিশেষায়িত চিকিৎসা দেবে।

জাপান সরকার স্বাস্থ্য খাতকে সহায়তার জন্য অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে স্থান দিয়েছে, বিশেষ করে জাপান সরকার স্বাস্থ্যবিষয়ক মানবসম্পদ চিকিৎসা সুবিধার পরিমাণ এবং গুণগত মান সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে, যা মূলত চিকিৎসা পরিষেবার ব্যবস্থাকে সমর্থন করে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন