৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসেই নিম্নমুখী ছিল দেশের পুঁজিবাজার। সূচকের পাশাপাশি সময়ে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এদিন এক্সচেঞ্জটিতে আগের দিনের তুলনায় দৈনিক লেনদেন প্রায় ২৫ শতাংশ কমেছে, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মুদ্রাবাজারে তারল্যপ্রবাহে টান পড়ার পাশাপাশি সামনের দিনগুলোয় রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছেন বিনিয়োগকারীরা। ফলে অনেকেই নতুন করে বিনিয়োগের পরিবর্তে পোর্টফোলিওতে থাকা যেসব শেয়ারে এরই মধ্যে মূলধনি মুনাফা অর্জিত হয়েছে সেগুলো বিক্রি করে দিচ্ছেন। বেশির ভাগ বিনিয়োগকারীর মধ্যেই সাইডলাইনে থেকে বাজার পর্যবেক্ষণের প্রবণতা দেখা যাচ্ছে। এতে সূচক পয়েন্ট হারানোর পাশাপাশি দৈনিক লেনদেনের পরিমাণও কমছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ঊর্ধমুখী প্রবণতায় লেনদের শুরু হলেও কিছুক্ষণ পর থেকেই পয়েন্ট হারাতে থাকে সূচক। অবশ্য বেলা ১১টার দিকে সূচক কিছুটা ঊর্ধমুখী হওয়ার আভাস দিয়েছিল। যদিও শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়ার কারণে এর পর থেকেই পয়েন্ট হারাতে থাকে সূচক। শেষ পর্যন্ত দিন শেষে গতকাল ডিএসইএক্স প্রায় ৬৬ পয়েন্ট কমে হাজার ৮৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল হাজার ৯১৮ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আইএফআইসি ব্যাংকের শেয়ার।

ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে প্রায় ১০ পয়েন্ট কমে হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল হাজার ৪৫২ পয়েন্ট। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২৮ পয়েন্ট কমে গতকাল হাজার ৬০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল হাজার ৬৩১ পয়েন্ট।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৯ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল হাজার ১২৯ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত ছিল ৩২টি সিকিউরিটিজের বাজারদর। খাতভিত্তিক লেনদেনে গতকাল ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ১৩০ পয়েন্ট কমে ১২ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১২ হাজার ১৯০ পয়েন্টে। গতকাল সিএসইতে মোট ৩৫ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৮ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন