১০ শতাংশ লভ্যাংশ দেবে এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের শতাংশ নগদ সব শেয়ারহোল্ডারদের শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ৪২ লাখ ৯০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ৯৭৮টি শেয়ার। বাকি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সেই হিসাবে ঘোষিত লভ্যাংশ অনুমোদন পেলে কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীরা কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা নগদ লভ্যাংশ পাবেন। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন