রাশিয়ায় নেটওয়ার্ক সম্প্রসারণ

ইয়াদ্রোর সঙ্গে নকিয়ার জয়েন্ট ভেনচার

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় ফোরজি ফাইভজি নেটওয়ার্কের বিস্তারে স্মার্ট ডিভাইস ডিজাইনের অন্যতম প্রতিষ্ঠান ইয়াদ্রোর সঙ্গে জয়েন্ট ভেনচার গঠন করেছে নকিয়া। প্রতিষ্ঠান দুটির সূত্রে তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

রাশিয়ান সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সিস্টেম স্থাপনের সময়সীমা শেষের দিকে থাকায় সিদ্ধান্ত নিয়েছে নকিয়া। রাশিয়ান সরঞ্জাম ব্যবহার করে যেসব প্রতিষ্ঠান নেটওয়ার্ক সিস্টেম স্থাপন করবে তাদের লাইসেন্স ২০২৩ সালের পর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দেশের অভ্যন্তরে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিস্তারে মস্কোর গৃহীত উদ্যোগের মধ্যে এটি অন্যতম।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে নকিয়া জানায়, ইয়াদ্রোর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। দেশটিতে নতুন প্রযুক্তিগত অবকাঠামো স্থাপনে রাশিয়ার অন্যতম উন্নয়ন প্রতিষ্ঠান ভালো সহায়তা দেবে। অধিক ক্ষমতাসম্পন্ন সার্ভার স্টোরেজ সিস্টেম তৈরিতে প্রতিষ্ঠানটি বিশ্বে সমাদৃত।

২৩ নভেম্বর প্রতিষ্ঠান দুটি একটি টার্ম শিট স্বাক্ষর করেছে। টার্ম শিটে রাশিয়ায় যৌথ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠান দুটি তাদের মধ্যে স্বচ্ছ সম্পর্ক বজায় রাখার বিষয়টি উল্লেখ করেছে। তবে কেউই নির্দিষ্ট শর্তাবলি বিনিয়োগের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

রাশিয়ার শিল্প বাণিজ্যমন্ত্রী ডেনিস ম্যানটুরভ বলেন, দুটি প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি রাশিয়ায় টেলিকম সরঞ্জামের ব্যবহার উন্নয়নে সাহায্য করবে। ডিসেম্বর নাগাদ বেজ স্টেশনের নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন