নোট ১১ সিরিজে শাওমির নতুন স্মার্টফোন

বণিক বার্তা ডেস্ক

নোট ১১ সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। রেডমি নোট ১১ ফোরজি নামে এটি আনা হয়েছে। অক্টোবরেই সিরিজের আরো তিনটি স্মার্টফোন উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। সেগুলো হলো নোট ১১ ফাইভজি, ১১ প্রো ফাইভজি ১১ প্রো প্লাস ফাইভজি।

রেডমি নোট ১১ ফোরজি স্মার্টফোনে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ এমআইইউআই ১২. দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে দশমিক ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০৮০X২৪০০ পিক্সেলের ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্জ, আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লেতে ১৮০ হার্জের টাচ স্যাম্পলিং রেট ১৫০০: কন্ট্রাস্ট রেশিও রয়েছে।

নতুন স্মার্টফোনটিতে মিডিয়াটেকের হেলিও জি৮৮ প্রসেসর জিবি এলপিডিডিআরফোরএক্স র‌্যাম দেয়া হয়েছে। নোট ১১ ফোরজিতে ১২৮ জিবি ইএমএমসি . ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি হিসেবে . ফোকাল লেংথের ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারি হিসেবে মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স সবশেষে মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেয়া হয়েছে। সেলফি ভিডিও কলিংয়ের জন্য সম্মুখে মেগাপিক্সেলের ক্যামেরাও রয়েছে।

কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫৩১, ইনফ্রারেড ব্লাস্টার (আইআর), জিপিএস/-জিপিএস একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। সেন্সরের দিক থেকে এতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি সেন্সর নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

নতুন স্মার্টফোনটিতে হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়েছে রেডমি। পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিও ব্যবহার করেছে। স্মার্টফোনটির ওজন ১৮১ গ্রাম। চীনের বাজারে টাইম মনোলগ মিস্টেরিয়াস ব্ল্যাকল্যান্ড দুটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। /১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৯৯৯ ইউয়ান /১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ১০৯৯ ইউয়ান। গিজমোচায়না গ্যাজেটস থ্রিসিক্সটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন