শোল্ডার স্মার্ফিং বন্ধে গুগলের নতুন ফিচার

বণিক বার্তা ডেস্ক

শোল্ডার স্মার্ফিংয়ের মাধ্যমে তথ্য চুরি রোধে নতুন ফিচার আনছে সার্চ ইঞ্জিন অপারেটিং সিস্টেম জায়ান্ট গুগল। নতুন ফিচারে গুগল ব্যবহারকারীদের ক্রোমবুক ক্যামেরা ব্যবহার করবে। খবর গিজমোচায়না।

শোল্ডার স্মার্ফিং হলো ব্যবহারকারীর পেছন থেকে দাঁড়িয়ে কোনো কিছু দেখা বা তথ্য চুরি করা।

অ্যান্ড্রয়েডপুলিশ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ফিচারকে হিউম্যান প্রেজেন্স সেন্সর (এইচপিএস) বলা হয়। যদি ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ ক্রোমবুকে উঁকি দেয়, তাহলে গুগল সতর্কবার্তা পাঠাবে।গত সেপ্টেম্বরে ক্রোমবুকের নিরাপত্তা জোরদারে এইচপিএস ফিচারটি ফেস আনলক ফিচারের সঙ্গে যুক্ত করে দিয়েছিল গুগল। বর্তমানে দেখা যাচ্ছে যে এটি স্নুপিং অ্যালার্টের সঙ্গেও যুক্ত করা হবে। ক্রোমবুকে এইচপিএস চালু হয়ে যাওয়ার পর কেউ যদি ব্যবহারকারীর পেছন থেকে ক্রোমবুকে উঁকি দেয় বা তাকায়, তাহলে ফিচারটি সর্তকবার্তা পাঠাবে। উঁকি দেয়ার বিষয়টি শোল্ডার স্মার্ফিং নামে পরিচিত।

সার্চ ইঞ্জিন জায়ান্টটি নোটবুকের বিল্ট ইন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পেছনে থাকা মানুষের সংখ্যা নির্ণয় করবে এবং ব্যবহারকারীর নির্ধারিত সেটিংসের ভিত্তিতে সতর্কবার্তা পাঠাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন