শুল্ক বৃদ্ধির প্রভাবে মন্দায় রাশিয়ার গম রফতানি

বণিক বার্তা ডেস্ক

চলতি ২০২১-২২ মৌসুমে রাশিয়ার গম রফতানিতে মন্দা ভাব দেখা দিয়েছে। বিশ্বের শীর্ষ রফতানিকারক দেশটি খাদ্যশস্যটির রফতানি শুল্ক বাড়িয়ে দেয়ায় অব্যাহতভাবে কমছে রফতানির পরিমাণ। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

চলতি বছরের জুলাইয়ে রাশিয়ায় বিপণন মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের জুনে মৌসুম শেষ হবে। মৌসুমের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির গম রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৭২ লাখ টনে। সম্প্রতি রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভেইল্যান্স কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে তথ্য উঠে আসে।

বছরের এখন পর্যন্ত তুরস্ক ছিল রাশিয়ার শীর্ষ গম ক্রেতা দেশ। ১৮ নভেম্বর পর্যন্ত দেশটি রাশিয়া থেকে ৩৪ লাখ গম কিনেছে। এর পরই মিসরের অবস্থান। দেশটি কিনেছে ২৬ লাখ টন গম। এছাড়া কাজাখস্তান রাশিয়া থেকে ১০ লাখ টন গম আমদানি করেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের প্রক্ষেপণ অনুযায়ী, চলতি বিপণন মৌসুমে রাশিয়ার মোট গম রফতানি কোটি ৬৬ লাখ টনে পৌঁছতে পারে। গত বিপণন মৌসুমে দেশটি কোটি ৮৫ লাখ টন গম রফতানি করেছিল বলে জানায় মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) ব্যবসায়ীরা বলছেন, রফতানি শুল্ক বাড়ানো আগস্টের পরই রাশিয়ার গম রফতানি কমতে শুরু করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন