অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে ভারতের

বণিক বার্তা ডেস্ক

ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। মূলত রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানির অধীন ক্ষেত্রগুলোয় নিম্নমুখী উত্তোলনকে এজন্য দায়ী করা হচ্ছে। তবে দেশটিতে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বেড়েছে। সরকারি তথ্যের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বিষয়টি নিশ্চিত করেছে।

অপরিশোধিত জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ ভারত। দেশীয় চাহিদার ৮৫ শতাংশই পূরণ করা হয় আমদানির মাধ্যমে। স্থানীয় পরিশোধন কেন্দ্রগুলোয় এসব তেলকে পেট্রল ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্যে রূপান্তর করা হয়। বর্তমানে দেশটিতে নজিরবিহীন জ্বালানি সংকট চলছে। থেকে উত্তরণে আমদানিনির্ভরতা কমিয়ে উত্তোলন বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজছে দেশটির নীতিনির্ধারকরা। এর মধ্যেই উত্তোলন কমে যাওয়ায় দেশীয় জ্বালানি পণ্যের বাজার আরো অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 

তথ্য বলছে, অক্টোবরে ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দশমিক ১৫ শতাংশ কমেছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ১০ হাজার টনে। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস করপোরেশন (ওএনজিসি) অয়েল ইন্ডিয়া লিমিটেড (অয়েল) পরিচালিত ক্ষেত্রগুলো উত্তোলন কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে। এর মধ্যে ওএনজিসির উত্তোলন শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজার টনে নেমেছে। অয়েলের উত্তোলন দশমিক ৪৬ শতাংশ কমে নেমেছে লাখ ৫৩ হাজার টনে। 

ভারতে বিদ্যুৎকেন্দ্রগুলোয় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সবচেয়ে বেশি। এছাড়া সার কারখানা পরিচালন গাড়ির জ্বালানি হিসেবে সিএনজি তৈরিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভারত। অক্টোবরে জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে দেশটি। উত্তোলন ২৪ দশমিক শতাংশ বেড়ে ৩০১ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বেসরকারি কোম্পানিগুলোর দ্বারা পরিচালিত গ্যাসক্ষেত্রগুলোর প্রভাবেই উত্তোলন বেড়েছে। এসব ক্ষেত্র থেকে গত মাসে প্রাকৃতিক গ্যস উত্তোলন ২০৩ দশমিক শতাংশ বেড়েছে।

ভারতের সবচেয়ে বড় জ্বালানি তেল গ্যাস উত্তোলন কোম্পানি ওএনজিসির উত্তোলন দশমিক শতাংশ কমেছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি ঘনফুটে।

এদিকে ভারতে জ্বালানি চাহিদা ঘুরে দাঁড়ানোয় অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পরিমাণ বাড়িয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। অক্টোবরে পরিশোধন গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়ে কোটি ১০ লাখ টনে উন্নীত হয়েছে।

এর মধ্যে সরকারি কোম্পানিগুলোর পরিশোধন দশমিক শতাংশেরও বেশি বেড়ে কোটি ১৭ লাখ টনে পৌঁছেছে। বেসরকারি কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিশোধন বেড়েছে দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন