কভিড-১৯ : প্রথমবারের মতো টিকা পেলো চট্টগ্রামের বেদে সম্প্রদায়

বণিক বার্তা অনলাইন

প্রথমবারের মতো কোভিড-১৯ প্রতিরোধী টিকার আওতায় আসছে চট্টগ্রামের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়। আজ ২৫ নভেম্বর দুপুরে নগরীর মনসুরাবাদের বেদে পল্লীতে কভিড-১৯ প্রতিরোধী টিকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

প্রথম দিনে বেদে জনগোষ্ঠীর প্রায় ২০০ সদস্যকে টিকা প্রদান করা হয়েছে। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, হিজড়া ও বেদে সম্প্রদায়সহ পিছিয়ে থাকা অন্যান্য জনগোষ্ঠীর সদস্যদের জাতীয় পরিচয়পত্র না থাকলেও তারা আমাদের সমাজেরই মানুষ। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা কভিড-১৯ প্রতিরোধী টিকার রেজিস্ট্রেশন করতে পারছে না। তাদেরকে বাদ দিয়ে আমরা সুরক্ষিত থাকতে পারিনা।  

যে শ্রেণির কিংবা লিঙ্গের মানুষই হোক না কেন কেউ এ কার্যক্রম থেকে বাদ যাবেনা, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে মন্তব্য করেন সিভিল সার্জন।

নিবন্ধনের ঝামেলা ছাড়াই কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে পেরে মহাখুশী বেদে জনগোষ্ঠী।

এর আগে গত ২২ নভেম্বর সিভিল সার্জন কার্যালয়ে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে তিনশ হিজড়া জনগোষ্ঠীকে কভিড-১৯ প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হিজড়া ও বেদে জনগোষ্ঠীর মাঝে টিকা প্রদান কার্যক্রম চট্টগ্রামে এবারই প্রথম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন