দিনাজপুরে সর্বোচ্চ করদাতার তালিকায় হিলির হারুন উর রশীদ

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুর জেলার দ্বিতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ। এজন্য তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর আয়কর অনুবিভাগের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রংপুর কর অঞ্চলের আয়োজনে গতকাল বুধবার রংপুরের আরডিআরএস এর বেগম রোকেয়া অডিটরিয়ামে তাকে সম্মাননা প্রদান করা হয়। এসময় তাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো:রহমাতুল মুনিম স্বাক্ষরিত একটি সম্মাননা পত্র প্রদান করা হয়।গত বছর তিনি দিনাজপুর জেলার মধ্যে ১ম সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন। 

হারুন উর রশীদ বলেন, আমি মূলত আমদানি রফতানি ব্যবসার সাথে জড়িত, এ ধরনের সম্মাননা প্রাপ্তি আমার এই ধরনের ব্যবসার আওতা আরো বাড়িয়ে তুলবে। আগেও পেঁয়াজ, চাল, কাঁচামরিচসহ অন্যান্য পণ্য আমদানি করে এবং টিসিবিকে এসব পণ্য দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছি। দেশের মানুষ যেন কম দামে এসব পণ্য কিনতে পারে, খেতে পারে সেজন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন