সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জের

রাস্তায় শিক্ষার্থীরা, যানজটে স্থবির ঢাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি : পলাশ শিকদার

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জেরে আবারো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার মতিঝিল, ফার্মগেট, শান্তিনগরসহ বিভিন্ন জায়গায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।  এতে যানজটে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা।

গাড়ী চাপায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। তারা নাঈম হাসানের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুরে শিক্ষার্থীদের একাংশ গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয়। 

একই দাবিতে ফার্মগেট এলাকার সড়কে অবস্থান নেয় কয়েকটি কলেজের শিক্ষার্থী। এছাড়া শান্তিনগর বেইলি রোডে প্রতিবাদ বিক্ষোভ করে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ছয়টি দাবি জানিয়েছে।

এগুলো হলো, সবার জন্য সড়ক নিরাপদ করা, ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে পাস হওয়া আইন বাস্তবায়ন, নাঈমের মৃত্যুতে দায়ীদের শাস্তির আওতায় আনা ও ক্ষতিপূরণ দেওয়া, গুলিস্তানে পদচারী সেতু ও সব সড়কে কঠোরভাবে ট্রাফিক আইন বাস্তবায়ন করা। 

সপ্তাহের শেষ কার্যদিবসে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহনে বসে অপেক্ষা করার পর অনেকে দীর্ঘপথ পায়ে হেঁটেই গন্তব্য যান। এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের জানান, পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন