আপাতত ডিজেলে ভর্তুকির পরিকল্পনা নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য . মো. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষকদের আপাতত ডিজেলে ভর্তুকি দেয়ার পরিকল্পনা নেই। সেচকাজের জন্য ডিজেলে ভর্তুকি দেয়ার প্রক্রিয়াটি বেশ জটিল। সেচের কথা বলে পাম্পে বা অন্যত্র কাজে লাগায়। আর বিশ্ববাজারে সারের দাম চারগুণ বাড়লেও সরকার মুহূর্তে সারের দাম বাড়াবে না।

গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। -১৮ নভেম্ব্বর নেদারল্যান্ডস যুক্তরাজ্য সফর করেছেন কৃষিমন্ত্রী . মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি বেসরকারি শিল্পোদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল। সফর কৃষির সাম্প্রতিক বিষয় নিয়ে মন্ত্রী প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে তিনি ইউরোপের বাজারে কৃষিপণ্যের রফতানি এবং কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন। নেদারল্যান্ডস যুক্তরাজ্য থেকে কৃষি উন্নয়নে বড় ধরনের সহযোগিতা পাওয়া যাবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা কৃষিকে লাভজনক বাণিজ্যিকীকরণ করতে চাই। এটি করতে হলে কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি, দেশে কৃষি প্রক্রিয়াজাত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন প্রক্রিয়াজাতের মাধ্যমে স্থানীয় আন্তর্জাতিক বাজার বিস্তৃত করতে হবে। এতে উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি লাভ নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিবের রুটিন দায়িত্বরত . মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান সিইও আহসান খান চৌধুরী, এসিআই এগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক সিইও এফএইচ আনসারী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন