সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলপুর চাঁদপুরে চার মোটরসাইকেল আরোহী এবং সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকচালকের সহকারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: জেলার ফুলপুরে কাভার্ড ভ্যানের চাপায় সাকিব (৩৫) আজাহারুল সিকদার (৩৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই ফুলপুর উপজেলার বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী এলাকায় দুর্ঘটনা ঘটে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই দুই যুবক শেরপুর থেকে মোটরসাইকেলে করে ফুলপুর আসছিলেন। পথে ওই এলাকায় শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। ঘটনার পর কাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেনকে (৫০) আটক করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত মো. আসিফ নামের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

ঘটনায় একজন মুক্তিযোদ্ধাসহ দুজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে শান্ত চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, তিন যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকার দিকে যাচ্ছিল। সময় মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় আসিফ।

সাতক্ষীরা: জেলার তালা উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী সালাম সরদার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ী এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সালাম সরদার পাটকেলঘাটা থানার যুগিপুকরিয়া গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন