নতুন দুটি নিরাপত্তা ফিচার হোয়াটসঅ্যাপের

বণিক বার্তা ডেস্ক

ব্যবহারকারীদের জন্য নতুন দুটি নিরাপত্তা ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং লেভেল রিপোর্টিং ফ্ল্যাশ কল নামে ফিচারগুলো সম্প্রতি চালু করে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর গিজমোচায়না।

মেসেজ লেভেল রিপোর্টিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারিত কোনো মেসেজের বিষয়ে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ জানাতে পারবে। নির্ধারিত মেসেজে দীর্ঘ চাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিপোর্ট করতে পারবেন বা অন্যদের ব্লক করতে পারবেন। স্প্যাম মেসেজ, ইচ্ছাকৃত হয়রানি, অযাচিত বার্তা অথবা হুমকির বিরুদ্ধে ফিচার ভালোভাবে কাজ করবে। সর্বশেষ স্বচ্ছতা প্রতিবেদনে প্লাটফর্মটি জানায়, তারা সেপ্টেম্বরে ২২ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে।

ফ্ল্যাশ কল ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী যখন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল বা রি-ইনস্টল করবেন তখন মেসেজের পরিবর্তে স্বয়ংক্রিয় কলের মাধ্যমে পরিচিতি যাচাই করা যাবে। হোয়াটসঅ্যাপ এটিকে অধিক নিরাপদ পন্থা বলে দাবি জানিয়েছে।

নতুন ফিচারগুলোর পাশাপাশি সম্প্রতি ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে ভ্যানিশিং মেসেজ, ভিউ ওয়ানস মেসেজ এনেছে হোয়াটসঅ্যাপ। এছাড়া লাস্ট সিন টাইম আড়ালের ফিচার নিয়েও কাজ করছে প্লাটফর্মটি। এর আগে মোবাইল সংযোগ ছাড়া একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহারের ফিচারও চালু করেছে প্লাটফর্মটি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন