অপরিশোধিত জ্বালানি তেল

১১ মাস ধরে চীনের শীর্ষ সরবরাহকারী সৌদি আরব

বণিক বার্তা ডেস্ক

চীনে অব্যাহতভাবে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ বাড়াচ্ছে সৌদি আরব। চলতি বছরের অক্টোবরে দেশটিতে পণ্যটির রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক শতাংশ বৃদ্ধি পায়। নিয়ে টানা ১১ মাস ধরে চীনের প্রধান জ্বালানি তেল সরবরাহকারীর তকমা ধরে রাখতে সক্ষম হয়েছে সৌদি আরব। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব চীনে ৭১ লাখ টন বা দৈনিক ১৬ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি রফতানি করে, যা গত বছরের অক্টোবরের তুলনায় ১৯ দশমিক শতাংশ বেশি। ওই সময় দৈনিক ১৪ লাখ ব্যারেল রফতানি করা হয়েছিল। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ছিল দৈনিক ১৯ লাখ ৪০ হাজার ব্যারেল।

চীনে অপরিশোধিত জ্বালানি সরবরাহে সৌদি আরবের পরই রয়েছে রাশিয়ার অবস্থান। গত মাসে দেশটি চীনে ৬৬ লাখ টন বা দৈনিক ১৫ লাখ ৬০ হাজার ব্যারেল রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ বেশি। সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ছিল দৈনিক ১৪ লাখ ৯০ হাজার ব্যারেল। এদিকে চীন রাশিয়ার সরবরাহ বাড়লেও কমেছে ব্রাজিলের। গত মাসে সৌদি আরবে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ৫৩ দশমিক শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্র থেকে সরবরাহ কমেছে ৯১ দশমিক শতাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন