‘নোনা জলের কাব্য’র টাইটেল স্পন্সর ফ্রেশ

আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বাংলা সিনেমা নোনা জলের কাব্য (The Salt in Our Waters) সিনেমাটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ আজ সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে (এসকেএস টাওয়ার) সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য নির্দেশনায় নোনা জলের কাব্য সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া তাসনোভা তামান্না। এছাড়া সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

দেশে মুক্তির আগে বিদেশ ঘুরে এসেছে ছবিটি। চলতি মাসে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ২৬- প্রদর্শিত হয়েছে ছবিটি। নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোয় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের অফিশিয়াল গ্রিন জোন হিসেবে আখ্যায়িত গ্লাসগো সায়েন্স সেন্টারের আইম্যাক্স থিয়েটারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। এত বড় পরিসরে চলচ্চিত্রটি দেখাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

এছাড়া লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে নোনা জলের কাব্য সিনেমাটি প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলেসে বসবাসরত থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন জীবিকার গল্পে আবর্তিত সিনেমাটির শুটিং হয়েছে পটুয়াখালীতে। নোনা জলের কাব্য এরই মধ্যে লন্ডন, বুসান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

আগামীকাল নোনা জলের কাব্য একযোগে স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিনে (চট্টগ্রাম) মুক্তি পাবে। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন