ওয়াটা কেমিক্যালসের বিক্রি কমেছে ২৬%

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের বিক্রি সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কমেছে। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি হয়েছে ৫৬ কোটি ৯৮ লাখ টাকা। যেখানে আগের বছরে বিক্রি ছিল ৭৭ কোটি টাকা। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ।

গতকাল অনুষ্ঠিত সভায় সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে ওয়াটা কেমিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি টাকা। যেখানে আগের বছরে নিট মুনাফা ছিল ১১ কোটি ৯৩ লাখ টাকা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে টাকা ১৪, যা আগের বছরে ছিল টাকা পয়সা। বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২২ পয়সায়।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, কভিড-১৯ অতিমারীর কারণে কোম্পানির উৎপাদন বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে বছর শেষে কোম্পানির মুনাফা কমেছে।

এর আগের ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য মোট ৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ওয়াটা কেমিক্যালসের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদের পাশাপাশি ৩০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ওয়াটা কেমিক্যালস। এছাড়া ২০১৭ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ শতাংশ স্টক এবং ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য-আয় অনুপাত বা পিই রেশিও ৩২ দশমিক ৪৫, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৪০ দশমিক ৯।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৯ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট কোটি ৪৮ লাখ ২২ হাজার ৬১৮টি শেয়ারের মধ্যে ৩৬ দশমিক ৪১ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ১৯ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন